চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার টাকা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নুর হোসেন কালু (৩১)। তিনি বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় মোবাইলে কথা বলছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে ছিল ৭.৩ ভরি স্বর্ণালংকার, একটি স্মার্টফোন, নগদ টাকা ও শাড়ি সব মিলিয়ে প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকার মালামাল।
ভুক্তভোগী বাকলিয়া থানায় অভিযোগ করলে, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই অভিযুক্ত নুর হোসেন কালুকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূরে আল মাহমুদ জানান, ‘গ্রেপ্তারকৃত নুর হোসেন কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। তার বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, স্মার্টফোন, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।’