ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:৪৯ পিএম
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ছব- সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে।

তবে কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কয়েক শ আওয়ামী লীগের নেতাকর্মী আচমকা জেলা কারাগারে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কারাগারের জানালার গ্লাস ভেঙে যায়।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।