নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রবিউল লালের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই পরিবারের নারী সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোথাও না দেখে খোঁজ শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়রা পুকুরে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে শিশু দুটিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, ‘শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাদের ভাষ্যমতে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন