পাবনা শহরের শিবরামপুর এলাকায় দিনে-দুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক জহরলাল বসাক তুলসির বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতরা প্রথমে বাড়ির গৃহকর্মী আলো রানি দাসকে রান্নাঘর থেকে ধরে মুখ, হাত-পা বেঁধে অন্য একটি কক্ষে আটকে রাখে। কিছুক্ষণ পর বাড়ির মালিক অধ্যাপক জহরলাল বাসায় ফিরলে তাকেও নির্মমভাবে মারধর করে ডাকাতরা। তাদের হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পান।
এ ঘটনা সম্পর্কে অধ্যাপক জহরলাল বলেন, ‘বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলে। গলা চেপে ধরে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে আমার স্মার্টফোনটি নিয়ে পালিয়ে যায়।’
গৃহকর্মী আলো রানি বলেন, ‘আচমকা দুজন লোক দেখে চিৎকার করতে গেলে সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে। পরে মুখে টেপ লাগিয়ে হাত-পা বেঁধে অন্য রুমে ফেলে রাখে। তারা কী নিয়েছে, এখন কিছু বলতে পারছি না।’
ঘটনার সময় ডাকাতরা বাসার আলমারি, আসবাবপত্র তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে। তবে শেষ পর্যন্ত কোনো অর্থ বা গহনা না পেয়ে অধ্যাপকের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, ‘সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের ধরতে অভিযান চলছে।’

 
                            -20250728093047.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন