ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ভ্যান থামিয়ে দরিদ্রের চাল ছিনতাই করলেন বিএনপি কর্মীরা

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১১:৩৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ধলদা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল সংগ্রহ শেষে ভ্যানযোগে বাড়ি ফেরার সময় ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর, সুরত আলীর ছেলে মশিয়ার ও আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ভ্যান থামিয়ে একাধিক নারীর কাছ থেকে দুই থেকে তিন বস্তা চাল ছিনিয়ে নেন।

ভুক্তভোগী একাধিক নারী বলেন, ‘চাল তুলে বাড়ি ফেরার পথে ধলদা মোড়ে তারা আমাদের পথরোধ করে। বাধ্য হয়ে এক বস্তা করে চাল দিয়ে দিতে হয়েছে। কেউ কিছু বললে গালিগালাজ করে তাড়িয়ে দেয়।’

আরেক নারী বলেন, ‘সরকার আমাদের যা দিচ্ছে, সেটাও যদি ছিনিয়ে নেয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? গরিবের চালও এখন নিরাপদ নয়।’

স্থানীয়রা জানান, অভিযুক্তরা সবাই উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুর রহমান নেদারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। যদিও এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ‘ঘটনার কথা শুনেছি। অভিযুক্তরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় কেউ মুখ খুলতে চায় না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি।’

অভিযুক্তদের মধ্যে ইয়ানুর, মশিয়ার ও মিজানুর সাংবাদিকদের কাছে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও চাল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, ‘যদি চাল পরিষদ থেকে নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নেওয়া হয়ে থাকে, তাহলে এটা স্পষ্টভাবে ছিনতাই। আমি শার্শা থানার ওসিকে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলেছি।’

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’