ফরিদপুর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় তাকে ফরিদপুরের আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবীতে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এরপর পল্লবী থানা পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানার যৌথ অভিযানে শনিবার ভোরে তাকে ফরিদপুরে এনে গ্রেপ্তার দেখানো হয়। তাকে ফরিদপুরের একটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়।
গোলাম নাছিরের বিরুদ্ধে ঢাকা ও ফরিদপুরে ছাত্র হত্যা, হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাঁচটি মামলা রয়েছে। ২০২৩ সালের ভাঙ্গা ও ফরিদপুরের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে তার নেতৃত্বে সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে।
এ ছাড়াও শ্রমিক ইউনিয়নের জমি আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।
তিনি দীর্ঘ দুই দশক ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অস্ত্র সঞ্চয়, মাদক ব্যবসা ও অর্থপাচারে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক শক্তির আশ্রয়ে তাকে ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, নাছিরের সন্ত্রাসী কার্যক্রমে শহরের অনেক এলাকা আতঙ্কে ছিল। তার গ্রেপ্তারে আমরা আশ্বস্ত, এখন তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :