গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়েছে, ২ সেপ্টেম্বরের পর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট তার দায়িত্বভার হস্তান্তর করা হবে এবং তিনি পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রে জানা যায়, রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ওই সভায় কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের ১৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা ড. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি না পেয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলেন। স্বৈরাচারী সরকারের পতনের পর পুনরায় আবেদন করে যোগদান করেন এবং ডিআইজি পদোন্নতি পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন