জয়পুরহাটের আক্কেলপুরে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামে প্রবাসী সোহেল রানার বাড়িতে ঘটনাটি ঘটেছে।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে ২০-২২ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রসহ বাড়ির পেছনের জানালার গ্রিলের একটি পাইপ কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে প্রবাসী সোহেল রানার বাবার চোখ ও হাত বাঁধে এবং পরে তার মায়ের হাত বেঁধে ওপর তালায় সোহেলের ঘরে নিয়ে যায়। সেখানে সোহেল ও তাঁর স্ত্রীর হাত বেঁধে ঘরের মধ্য রাখা জিনিসপত্র তছনছ করে প্রায় নগদ ২৯ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ডাকাতদল কাউকে মারধর না করলেও পরিবারের সকল মোবাইল ফোন কেড়ে নেয় এবং চলে যাওয়ার সময় ফেরত দেয়।
প্রবাসী সোহেল রানা বলেন, ‘আমি কয়েক মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছিলাম। রাত ৪টার দিকে ডাকাতদল আমাদের বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তবে কাউকে মারধর করা হয়নি। আক্কেলপুর থানায় খবর দিলে থানার পরিদর্শক ও জেলা পুলিশ সুপার বাড়িতে আসেন।’
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ‘আজ সকালে খবর পাই, প্রবাসী সোহেল রানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গিয়ে দেখি, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে আছে।’
আক্কেলপুর থানার পরিদর্শক শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে আমরা সোহেল রানার বাড়িতে পৌঁছি। ঘরের জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় ছড়িয়েছিটিয়ে আছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন