ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কৃষি দপ্তর সংলগ্ন চত্বরে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষক পাঁচ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং পাঁচ কেজি এমওপি সার পাবেন।
চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। এ সময় উপজেলা কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও কৃষানিরা উপস্থিত ছিলেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন