বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ঠিক সেই সময়েই ভারতে বসে নির্বাচনের বিরুদ্ধে নানা মুখী ষড়যন্ত্র করছে আ. লীগ, তারা এখন বিভিন্ন দলকে লোভনীয় ভাবে মিসে এই ষড়যন্ত্র করছে।
একই সাথে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে কয়েকটি রাজনৈতিক দল, যাদের কোনো সমর্থন নেই তারা আতঙ্কিত হয়ে পড়েছে। আওয়ামী লীগের সাথে গোপনে আতাত তারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার জন্য নানান ধরনের উদ্ভট দাবি শুরু করেছে। যার একটি পিআর পদ্ধতিতে নির্বাচন। এই পিআর পদ্ধতির নির্বাচনে জনগণ প্রার্থীকে নয়, মার্কাকে ভোট দেবে। যার ফলে জনগণ নিজেদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারবে না। তাই জনগণও এই পিআর পদ্ধতির নির্বাচন মেনে নেবে না।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার মাঠে বিভিন্ন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের কষ্ট করে পাঠানো টাকাও বিদেশে পাচার করেছে আ. লীগ। আ. লীগের একমাত্র কাজই হচ্ছে দেশের অর্থ লুটপাট করা, বিদেশে পাচার করা। আ. লীগের এসব অপকর্মের প্রতিবাদ কেউ যেন করতে না পারে সেজন্য তারা দেশের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছিল। হত্যা, গুম ও লুণ্ঠনের মাধ্যমে এ দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আ. লীগ। এছাড়া মাফিয়া সরকার আ. লীগ ভারতের স্বার্থ রক্ষায় সব সময় কাজ করেছে।
লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ওলামা দলের পৌরসভার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন