রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১১:৫৪ এএম

পদ্মার চরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২০

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১১:৫৪ এএম

ছবি:  রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের পদ্মার চর এলাকায় বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ২০ জনকে আটক করা হয়।

নাটোর জেলা পুলিশ এক প্রেস রিলিজে জানায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানের নির্দেশনায় নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে লালপুর উপজেলার চরাঞ্চল, পদ্মা নদী ও স্থলভাগে শনিবার রাত থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় ৪০০ সদস্য অংশগ্রহণ করেন। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র, মাদক ব্যবসায়ী, হ্যাকার ও প্রতারক চক্র শনাক্ত ও আটক করা এবং ওয়ারেন্ট তামিল করা।

অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ডেগার, ২২টি হাঁসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল, একটি চকি উদ্ধার করা হয়।

অভিযানে চারজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্টপ্রাপ্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি, দুজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার জানান, অভিযান পরিচালনার জন্য স্থলভাগে ১০টি পুলিশের টিম এবং পদ্মা নদীতে ১৪টি নৌকা ব্যবহার করা হয়। নদীতে অভিযান পরিচালিত হয় চর জাজিরা, চর লালপুর এবং চর দিয়ার বাহাদুরপুরে।

বিশেষভাবে চর দিয়ার বাহাদুরপুরের বালু মহলের ছাউনিও অফিস থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ডেগার, অনেকটি হাঁসুয়া, একটি টিউবওয়েল ও বালু বিক্রির রশিদ উদ্ধার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার বড়ইগ্রাম সার্কেল শোভন, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নূর মোহাম্মদ এবং লালপুর থানার ওসিসহ প্রায় ৪০০ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।

নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লালপুর উপজেলাসহ পদ্মা নদীর চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!