রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১২:২৪ পিএম

রাজশাহীতে নির্বাচনি প্রচারে ৩ দিনে তিনজনের মৃত্যু, আহত ১২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১২:২৪ পিএম

ছবি:  রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের নির্বাচনি এলাকায় গত তিন দিনের ব্যবধানে মোটরসাইকেল শোভাযাত্রার কারণে তিনজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

এ সময়ে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে নির্বাচনি শোভাযাত্রা চালান। একাধিক মোটরসাইকেলের বহর রাস্তায় যানজট ও বিপদ সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, বিশাল মোটরসাইকেল বহর চলাচলে পথচারীরা ভয়ভীতিতে পড়েন এবং অনেকে নিরাপদে রাস্তা পার হতে গিয়ে বিপদে পড়েন।

গত বুধবার (৫ নভেম্বর) বিএনপি মনোনীত অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের শোভাযাত্রায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। দুর্ঘটনার সময় সামনের মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে পেছনের মোটরসাইকেলগুলো ধাক্কা খায়। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বৃহস্পতিবার জামায়াত মনোনীত মুহাম্মাদ নুরুজ্জামান লিটনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় পথচারী ও একজন কর্মী আহত হন। পরদিন শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের পর চারঘাটে ফেরার পথে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন- শোলুয়া ইউনিয়নের মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং মিলনের ছেলে মারুফ (১৮)।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতরা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারা একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এবং শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।

জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ নুরুজ্জামান লিটন বলেন, শোভাযাত্রা সুশৃঙ্খল ছিল। দুর্ঘটনার জন্য বৃষ্টির কারণে রাস্তার পিচ্ছিলতা দায়ী।

বিএনপি মনোনীত অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাদের জন্য প্রথমেই নেতাকর্মী, পথচারী ও জনসাধারণের সুরক্ষা গুরুত্বপূর্ণ। আগামীতে বড় আকারের মোটরসাইকেল শোভাযাত্রা করা হবে না।

রাজশাহীর জেলা প্রশাসক আফিফা খাতুন জানান, নির্বাচনি বিধি এখনো আরোপিত হয়নি। পুলিশ প্রশাসন ও প্রার্থীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!