দিনাজপুরের ফুলবাড়ীতে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল বহনের অভিযোগে ২৪০ বোতল ফেনসিডিলসহ চার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৩। শনিবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় র্যাব–১৩, সিপিসি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ঢাকা মোড় সংলগ্ন রোজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করে।
রোববার (০৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে নিরলস অভিযান পরিচালনা করছে বাহিনীটি। তারই ধারাবাহিকতায় শনিবারের অভিযানে নারী র্যাব সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশির সময় গ্রেপ্তারকৃত চারজনের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিজনের কাছে ৬০ বোতল করে মোট ২৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. রিনা (৩৫), ইশিকা আক্তার (১৯), মোছা. রাজিয়া খাতুন (৩৪) ও শাহিনুর বেগম (৪০)। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ফেনসিডিল পরিবহন ও ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের করে জব্দকৃত ফেনসিডিলসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন