দীর্ঘ দুই সপ্তাহের নির্ঘুম রাতের পর চট্টগ্রামের মদুনাঘাট ব্রিজের নিকটবর্তী আবদুল হাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী মডেল থানা পুলিশ যৌথ অভিযানে ৬ জন মূল আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি এবং মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বারের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ৭৬.২ মিমি রাইফেলের ৪৯ রাউন্ড গুলি, শর্টগানের ১৭ রাউন্ড কার্তুজ, ৭.৬৫ মিমি পিস্তলের ১৯ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন, ২টি দেশীয় রামদা ও ১টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে নিহত হাকিম নিজ প্রাইভেট কারে হামিম এগ্রো ফার্মে যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি পরবর্তীতে মারা যান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের সহযোগিতায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন