গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব ক্যাম্পের পুলিশ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সদর থানাধীন হাতিয়াব ময়লারটেকের পূর্ব পাশের বনের ভেতর অভিযান চালিয়ে চারজন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদুল ইসলাম (৩১), মাজহারুল ইসলাম (২৫), আব্দুর রাশেদ (২৫), সাব্বির আহমেদ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা রাস্তার ওপর একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানান, গ্রেপ্তার আসাদুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন