কাপাসিয়া বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন গাজীপুর সদরমুখী প্রধান সড়কটি এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বসবাসের অনুপযোগী হয়ে পরছে আশপাশের ভবনের সাধারণ মানুষ। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন ময়লার স্তূপ জমলেও তা দেখার যেন কেউ নেই।
স্থানীয়রা বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। এ ছাড়া স্তূপাকারে রাখা এসব পচা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার কারণে বসত বাড়িতে থাকা লোকজনের শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপাসিয়া বাজার পাবুর রাস্তা মোড়ে এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে বাসাবাড়ি ও বাজারের বর্জ্য ফেলে পাহাড় সমান স্তূপ তৈরি করা হয়েছে। স্তূপাকারে রাখা ময়লার দুর্গন্ধে পথচারী ও এলাকাবাসীর দম বন্ধ হওয়ার উপক্রম। এর আগে ময়লা অপসারণের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন করেছিলেন।
তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম, শহিদুল্লাহ, বাবুল মিয়া ও হারুনুর রশিদ জানান, আমরা চরম স্বাস্থ্যঝুঁকিতে আছি। দুর্গন্ধে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করা ও বসতবাড়িতে থাকা দায় হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে আমরা বিভিন্ন রোগে ভুগছি, কিন্তু প্রশাসন কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন