ভোলার চরফ্যাশনে জমির বিক্রির টাকা হাতিয়ে নিতে দুই ভাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী বিচারক মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাফর উল্লাহ ফরাজীর ছেলে মো. বেলাল (৩৭), দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর মানিকার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. সামসুদ্দিন বয়াতির ছেলে মো. সালাউদ্দিন (৩০) এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহ আলম মুন্সির ছেলে শরিফুল ইসলাম (৩১)।
অপর দুই আসামি মো. আবুল কাসেমকে ৫ মাসের কারাদণ্ড এবং মো. আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০২১ সালের ৭ এপ্রিল, জমি বিক্রির ৮ লাখ টাকার জন্য হিন্দুধর্মাবলম্বী দুই ভাই দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে পরিকল্পিতভাবে হত্যা করে তাদের মরদেহ গুমের চেষ্টা করে আসামিরা। গলা কেটে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে একটি পরিত্যক্ত বাগানে মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
ঘটনার একদিন পর পুলিশ সুন্দরীর খাল সংলগ্ন বাগান থেকে মাথাবিচ্ছিন্ন ও আগুনে পোড়া দুই মরদেহ উদ্ধার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার চরফ্যাশন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশি তদন্তে গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে খুনের কাজে ব্যবহৃত অস্ত্র, মাথার খুলি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
বাদী নিপেন চন্দ্র সরকার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায় চরফ্যাশনের ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট হযরত আলী হিরন জানান, এই মামলাতেই চরফ্যাশন আদালতে প্রথম মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো। তিন আসামির একজন কারাগারে আছেন, বাকিরা পলাতক। তাদের অনুপস্থিতিতে রায় দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :