বগুড়ার ধুনটে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে নাফিস শেখ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিস শেখ ওই গ্রামের মামুন শেখের ছেলে এবং গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় নাফিস গোসল করতে গিয়ে দেখতে পান বাড়ির বৈদ্যুতিক পানির মোটরের সুইচটি নষ্ট। তিনি সেটি মেরামতের চেষ্টা করেন এবং পুনরায় সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পর্শ হন। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নাফিসের মা এ দৃশ্য দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :