বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি করতে গিয়ে শ্বশুর ও পুত্রবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শ্বশুর আলহাজ আতাব উদ্দিন (৬০) এবং তার বড় ছেলের স্ত্রী রিভা (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাব উদ্দিনের বড় ছেলে মো. শাজাহান দীর্ঘ ৮ বছর সৌদিতে কর্মরত আছে। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা ঘরের সবাইকে হাত-পা বেঁধে বাড়ির মূল্যবান মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। লুটপাট শেষে তারা আতাব ও তার পুত্রবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে।
রিভার সাত বছরের একটি শিশু কন্যা মালিহা রয়েছে। ঘটনার সময় শিশুটি মায়ের কাছে ঘুমিয়ে ছিল।
স্থানীয়রা জানান, আতাব এলাকায় ধর্মভীরু ও সমাজসেবী হিসেবে পরিচিত। তার এমন করুণ মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ওসি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে ও খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :