ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বগুড়ায় শ্বশুর-পুত্রবধূ হত্যা মামলায় র‍্যাবের হাতে জিয়ারুল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:০৭ পিএম
জিয়ারুল মোল্লা (৩৫)। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূ হত্যা মামলায় জিয়ারুল মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৮ জুলাই) রাতে বগুড়া র‍্যাব-১২ সিপিএসসি-এর একটি চৌকস দল অভিযান চালিয়ে মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জিয়ারুল মোল্লা কাহালু থানার বড় ভাদাহার গ্রামের মৃত রাহেদ মোল্লার ছেলে।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে একটি পরিকল্পিত ডাকাতির ঘটনায় প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিন (৭০) ও তার স্ত্রী রিভা খাতুন (৩০) খুন হন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-১৮) দায়ের করা হয়।

এর আগে, ১৪ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ওই মামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে মামলার ধারাবাহিক তদন্তে, শুক্রবার রাতে জিয়ারুল মোল্লাকে র‍্যাব-১২ এর সদস্যরা আটক করে এবং শনিবার (১৯ জুলাই) তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।