ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়া ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:৩৭ এএম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত এবং তিনজন গুরুতর আহত হন। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া ইউনিয়নের মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা এলাকার হজরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- একই এলাকার মো. হায়দার আলী (৫০), মো. আব্দুল আজিজ (৩৮) ও মো. পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আকাশ ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে আরিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘বাসের চালক দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যায়। দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি বর্তমানে শেরপুর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’