ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মাকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:১৯ পিএম
দুর্ঘটনা স্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে হাওয়া খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাওয়া খাতুন ধুনট সদর ইউনিয়নের পাকড়িহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

দুর্ঘটনা স্থলে স্থানীয়দের ভিড়। ছবি- ‍রূপালী বাংলাদেশ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া খাতুন সোনাহাটা তার বাবার বাড়ি থেকে অসুস্থ মাকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।

পথিমধ্যে সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পাশের রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল মূল সড়কে উঠতে গেলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাওয়া খাতুনের মৃত্যু হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।