ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৪২ পিএম
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি- সংগৃহীত

বগুড়ায় সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিরব মিয়া (৩০) নামে এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। তিনি কলেজ এলাকায় ফুচকা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তনগর এক্সপ্রেস ট্রেন কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় নিরবকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম জানান, ট্রেন দুর্ঘটনায় এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।