ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

দুপচাঁচিয়ায় ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১২:৫৭ পিএম
দুপচাঁচিয়া থানা। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের বোঝা ও আর্থিক হতাশার কারণে মেহেদী হাসান মঞ্জু (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৯.৩০ মিনিটে তিনি সবার অজান্তে নিজ বাড়ির স্বয়ংকক্ষে এই চরম পদক্ষেপ নেন।

ভিকটিম মেহেদী হাসান মঞ্জু টেমা গ্রামের মৃত আবু মুসার ছেলে। তার দুই সন্তান রয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মঞ্জু একজন দিনমজুর কৃষক ছিলেন। দীর্ঘদিন মোবাইলে অনলাইনে জুয়া খেলায় হাওলাতের টাকা ফেরত দিতে না পারায় তিনি মানসিকভাবে হতাশ হয়ে নিজ গৃহেই আত্মহত্যার পথ বেছে নেন।

দুপচাঁচিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিকটিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’