ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় সারোয়ার হোসেন (১৪) নামে এক কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া গ্রামের ওই কিশোরের ওপর হামলা হয়।
আহত সারোয়ার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়ার আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একই গ্রামের সারোয়ার ও শ্রাবণ খেলাধুলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। উত্তেজিত শ্রাবণ দা দিয়ে সারোয়ারের বাম হাতের ওপর আঘাত করলে তার দুই আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারী শ্রাবণ মিয়াকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খেলাধুলার সময় তুচ্ছ ঘটনায় সহপাঠীর আঘাতে কিশোরের আঙুল বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন