চট্টগ্রামে নিজ কার্যালয় থেকে র্যাবের এক এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে নগরের বহদ্দারহাটে অবস্থিত র্যাব-৭-এর চান্দনগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ ওই কর্মকর্তার নাম পলাশ সাহা। তিনি ৩৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
র্যাব কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পের স্কোয়াড কমান্ডার পলাশ সাহা নিজ অফিস কক্ষে ‘আত্মহত্যা’ করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, পলাশ সাহার অফিসকক্ষে গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কীভাবে পলাশ সাহার মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, র্যাব কর্মকর্তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চমেক হাসপাতালে অবস্থান করছেন। খবর পেয়ে পালাশ সাহার স্ত্রী হাসপাতালে এসেছেন।