চট্টগ্রামের সন্দ্বীপে হাসপাতালে নেওয়ার জন্য নৌযান না পেয়ে ১০ ঘণ্টা ঘাটে অপেক্ষা শেষে সাগর পাড়ি দেওয়ার পথে নৌকাতেই মারা গেছে ১২ বছরের এক অসুস্থ কিশোর।
সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তার মৃত্যু হয়।
মৃত আবদুর রহমান সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মানিকের ছেলে। এক সপ্তাহ ধরে জ্বর ও শারীরিক জটিলতায় ভোগার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
কিশোরটির ফুফাতো ভাই এ আর সোহেল জানান, সোমবার দুপুর ১২টার পর থেকে তারা ঘাটে নৌযানের জন্য অপেক্ষা করছিলেন। বৈরী আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ থাকায় দীর্ঘ সময় কোনো বোট মেলেনি। রাতে একটি ছোট লাল নৌকা জোগাড় করে তারা রওনা দেন। মাঝপথেই আবদুর রহমানের মৃত্যু হয়।
আরেক ফুফাতো ভাই ইকরাম হোসেন জানান, উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে বোট উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। ঘুটঘুটে অন্ধকারে ঢেউয়ের গর্জনের মধ্যে তারা সীতাকুণ্ডের একটি হাসপাতালে পৌঁছায়। সেখানকার চিকিৎসক জানান, আবদুর রহমান আগেই মারা গেছে।
প্রতিবেশী মোজাম্মেল হোসেন বলেন, ‘সন্দ্বীপের মানুষ প্রায়ই এমন বিপর্যয়ে পড়ে। দ্রুত রোগী পরিবহনের জন্য এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, ‘ছেলেটির মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এমন জটিলতায় সার্জনের প্রয়োজন ছিল, যা আমাদের হাসপাতালে নেই। তাই প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়।’