ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে সংঘর্ষ, বিএনপির ৮ কর্মী আহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১১:৪৮ পিএম
আহতদের মধ্যে দুজন। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের বিজয় মিছিলে তারই অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ধলঘাটের নন্দেরখীল গ্রামের আবদুর রহিম (৬২), আরাফাত (১৮), আবু বক্কর (৪০), শামসুল আলম (৫৫), বাকদণ্ডী গ্রামের আবদুল সামাদ (৩৮), চাপড়ী গ্রামের ফরিদুল আলম (৩৩), মনির আলম (৩৫) এবং মোস্তাফিজ (১৬)। তারা সবাই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং ইদ্রিস মিয়ার নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ পৃথকভাবে বিজয় মিছিল আয়োজন করে।

এনাম গ্রুপের মিছিল পটিয়া বাইপাস মোড়ে পৌঁছালে, নিজেদের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এ সময় ইদ্রিস মিয়ার গ্রুপ সেখানে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে এনাম গ্রুপের নেতা খোরশেদ আলম বলেন, ‘মিছিলে পারিবারিক বিরোধের কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটি কোনো দলীয় দ্বন্দ্ব ছিল না।’