ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পুঠিয়ায় জামায়াতের গণমিছিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৯:২৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে পুঠিয়ায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পুঠিয়ার বানেশ্বর বাজারে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মনজুর রহমান।

সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রঞ্জু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি বলেন, ‘জুলাই আমাদের চেতনার এক জাগ্রত অংশ। এই চেতনাকে বাস্তবায়নের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়, কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় আসতে না পারে সে জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মো. আহমদ উল্লাহ, অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আ. রব, মাওলানা হাফিজুর রহমান, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম, পুঠিয়া উপজেলার নায়েবে আমির মাওলানা শহীদুল ইসলাম এবং মাওলানা ইউসুফ মির্জা প্রমুখ।