পদমর্যাদা বাড়লো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের। পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক পদ থেকে সিএমপি কমিশনার পদকে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) পদে উন্নিত করা হয়। এই পদে প্রথম পদায়ন করা হয় চট্টগ্রামের বর্তমান পুলিশ কমিশনার হাসিব আজিজকে।
সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এই প্রজ্ঞাপন জারি করেন স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে সিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হতো।
সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনারের পদোমর্যাদা বাড়ানোর জন্য বেশ কয়েকবছর আগে প্রস্তাবনা পাঠিয়েছিল সিএমপি। তারই ধারাবাহিকতায় সিএমপি কমিশনারের পদমর্যাদা বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল হিসেবে সিএমপিতে প্রথমপদায়ন হওয়া কমিশনার হিসেবে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে হাসিব আজিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানসহ মাননীয় স্বরাস্ট্র উপদেষ্টা আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।