ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গ্রিন কফি যেভাবে চুল পড়া কমায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০২:৫৮ এএম
ছবি- সংগৃহীত

চুল পড়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে অতিরিক্ত চুল পড়া নিয়ে অনেকেই উদ্বিগ্ন। বিউটিশিয়ানরা বলছেন, এই সমস্যা কমাতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে ভালো।

নেটপ্রভাবীরা বর্তমানে গ্রিন কফি ব্যবহারের প্রস্তাব দিচ্ছেন। এটি সাধারণ কফির মতো রোস্ট করা হয় না, ফলে দানাগুলি হালকা সবুজ রঙের হয়। বিশেষ ধরনের এই কফি মাথায় মাখলে চুল পড়া কমাতে সাহায্য করে।

গ্রিন কফির উপকারিতা

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ: গ্রিন কফি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং টক্সিন দূর করতে সাহায্য করে।

রক্ত সঞ্চালন বৃদ্ধি: মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

অ্যামাইনো অ্যাসিড: চুল জটমুক্ত রাখতে ও মজবুত করতে গ্রিন কফি কার্যকর।

চুলে ব্যবহার পদ্ধতি

পানি দিয়ে ধোয়া: গ্রিন কফি ফুটিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা হলে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। ওই দিনে শ্যাম্পুর প্রয়োজন নেই।

প্যাক তৈরি করা: গ্রিন কফির গুঁড়া ও অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। মাথায় মাখে আধঘণ্টা রাখুন, এরপর শ্যাম্পু করুন।

এক্সফোলিয়েটর ব্যবহার: অলিভ অয়েলের সঙ্গে গ্রিন কফি মিশিয়ে হালকা হাতে মাসাজ করুন, শ্যাম্পুর আগে ব্যবহার করতে পারেন।

এই প্রাকৃতিক উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমতে এবং চুল সুস্থ ও মজবুত হতে সাহায্য করে।