চট্টগ্রামের পটিয়া উপজেলায় পারিবারিক কলহের কারণে মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এই ঘটনা ঘটে।
তিনি চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন এবং চরকানাই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নেজামের পরিবারে চলছিল তীব্র অশান্তি। নেজামের মা এবং স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনিবনা ছিল না। ফলে স্ত্রীর সঙ্গে তালাক দেওয়ার জন্য নেজামের ওপর তার বাবা-মা চাপ দিতে থাকে। কিন্তু নেজাম সে প্রস্তাবে সায় দেননি।
কয়েক দিন আগে, এই পারিবারিক কলহ মারামারিতে রূপ নেয়। ফলে নেজামের মা আহত হন। পরে তিনি পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গত বৃহস্পতিবার এই মামলায় নেজামের জামিন হলেও, তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুধু স্ত্রী নয়, তাদের আড়াই বছরের পুত্রসন্তানও মা’র সঙ্গে কারাগারে যায়। স্ত্রী এবং সন্তানকে কারাগারে দেখে নেজাম অপমানিত হয়ে শুক্রবার রাতে আত্মহত্যার পথ বেছে নেন।
এই বিষয়ে পটিয়া থানার ওসি নুরজ্জমান জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছন। ঠিক কি কারনে আত্মহত্যা করেছেন বিষয়টি কতিয়ে দেখা হচ্ছে।’