ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:০৬ পিএম
লিটন দাস। ছবি- সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন-তাসকিনের দারুণ পারফরম্যান্সে সহজ জয় পেল টাইগাররা। নেদারল্যান্ডসের দেওয়া ১৩৭ রানের জবাবে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটন দাসের দল।

আজ শনিবার (৩০ আগস্ট) সিলেটে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে ডাচরা।

১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের দুই ওপেনার। প্রথম তিন বলেই এদিন চলে আসে ১৪ রান।

দলীয় ২.৪ ওভারে ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ২ চার ১ ছক্কায় ব্যক্তিগত ১৫ রান করে আরিয়ান দত্তের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন।

ইমন আউট হলেও পথ হারায়নি বাংলাদেশ, ৩ নম্বরে ব্যাট হাতে নামে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। লিটন শুরু থেকে মারকুতে স্বভাবে ব্যাট চালান। লিটন- তামিমের ব্যাটে পাওয়ার প্লেতে চলে আসে ৫৭ রান।

পাওযার প্লে শেষেও ব্যাট চালাতে থাকে টাইগাররা। ৯ ওভারে চলে আসে ৯২ রান। দলীয় ৯.১ ওভারে দলীয় ৯২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা।

২৪ বলে ২ চারে ২৯ রানে আউট হন তানজিদ হোসেন তামিম। তামিম আউট হলে একপাশ আগলে রেখে ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে ফিফটি তুলে নেন লিটন কুমার দাস।

তাসকিন আহমেদের দারুণ বোলিং ও লিটনের ফিফটিতে ৮ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৯ বলে ১৫ রান পারভেজ হোসেন ইমন, ২৪ বলে ২৯ রান তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস ২৯ বলে ৫৪ রান।

বল হাতে ডাচদের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেন আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ডাচরা। প্রথম ৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তুলে নেয় ২৫ রান। তারপর থেকে শুরু হয় ডাচদের ব্যাটিং বিপর্যয়।

দলীয় ২৫ রানে মাথায় ডাচ শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানে আউট হন ডাচ ওপেনার ম্যাক্স ও'ডাউড।

ম্যাক্স ও'ডাউড উইকেটে হারানোর আর ঘুঁরে দাড়াতে পারেনি নেদারল্যান্ডস। মাঝখানে পিজে থীতু হয়ে বড় ইনিংস খেলার আভাস দিয়েও ২৬ বলে ২৬ রানে সাজঘরের পথ ধরেন আনিল তেজা নিদামিনুরু।

ব্যাট হাতে এদিন ডাচদের হয়ে ১৫ বলে ২৩ রান করেন ম্যাক্স ও'ডাউড, ২৬ বলে ২৬ রান করেন তেজা নিদামিনুরু, ৭ বলে ১২ রান করেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ১৪ বলে ১৫ রান করেন শাহরিজ আহমেদ ও ৮ বলে ১৩ সংগ্রহ করেন আরিয়ান দত্ত।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৮ রান খরচে ৪ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ, সাইফ হাসান নেন ২ উইকেট ও মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ১৩৬/৮ (২০ ওভার)

বাংলাদেশ: ১৩৮/২ (১৩.৩ ওভার)

ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।