ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’র তারিখ জানা গেল 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৬:০৯ পিএম
ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ নির্ধারিত হয়েছে ১ অক্টোবর। ছবি- সংগৃহীত

ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ নির্ধারিত হয়েছে ১ অক্টোবর। এর আগে ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আগাম আবেদনপত্র পূরণ ও সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আগ্রহীরা ফরম পূরণ করে তা সংরক্ষণ করতে পারবেন। এরপর ১ অক্টোবর ‘ক্লিক ডে’-তে নির্ধারিত সময়েই সেই আবেদন জমা দিতে হবে।

২০২৩ থেকে ২০২৫ সাল মেয়াদি স্পন্সরভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার আওতায় ইতালিতে মোট ৪ লাখ ৫২ হাজার বিদেশি শ্রমিককে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১ অক্টোবরের ‘ক্লিক ডে’–এর মাধ্যমে এই কার্যক্রমের চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা দালালচক্রের তৎপরতা নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। তারা বাংলাদেশিদের প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সরাসরি নির্ধারিত ওয়েবসাইট ও যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন।

এদিকে বর্তমান ইতালীয় সরকার ২০২৬–২০২৮ মেয়াদে আরও পাঁচ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে দেশটির বিরোধী ডেমোক্রেটিক পার্টি তীব্র সমালোচনা করেছে।

বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অতীতে বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও এখন তারা ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো বিবেচনা করছে না। বিদেশিদের অপরাধপ্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।