যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে পালংখালীগামী একটি যাত্রীবিহীন সিএনজিচালিত অটোরিকশার পেছনের আসনে একটি ব্যাগ খুঁজে পান দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা।
সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করলে ধারণা করা হয়, কোনো যাত্রী ভুলবশত ব্যাগটি রেখে গেছেন। পরে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে কিছু মূল্যবান সামগ্রী। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার নির্দেশ দেন।
বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে বিজিবি সদস্যরা জানতে পারেন, ব্যাগটির মালিক হলেন জুলেখা আক্তার (৪৪)। পরে বিজিবির বিওপি (বর্ডার আউট পোস্ট) কমান্ডারের উপস্থিতিতে দমদমিয়া চেকপোস্টে ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।
ব্যাগের ভেতরে পাওয়া যায় নগদ ৭,০০০ (সাত হাজার) টাকা, দুটি ছড়া চাবি, একটি ছোট বাচ্চার পোশাক, একটি জাতীয় পরিচয়পত্র এবং আরও কিছু ব্যক্তিগত সামগ্রী।
ব্যাগ ফিরে পেয়ে জুলেখা আক্তার বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি ভাবতেই পারিনি ব্যাগটি ফিরে পাব। বিজিবি যেভাবে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’
স্থানীয় বাসিন্দারাও বিজিবির এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।