আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে আন্তর্জাতিক বিমান ওঠা–নামা শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বিমান বন্দরের সম্প্রসারণ কাজ প্রায় ৮০% সম্পন্ন। আমাদের মূল লক্ষ্য হলো এই কাজ শেষ করা। সিভিল এভিয়েশনের অনেক প্রকল্প নিয়ে মামলা চলছে, যা দুদক তদন্ত করছে। দুদকের কাজ তারা করছে; আমাদের কাজ হলো প্রকল্পগুলো সম্পন্ন করা, যাতে সম্পদগুলো ব্যবহারযোগ্য হয়।’
পরিদর্শনকালে উপদেষ্টা বিমানবন্দরের রানওয়ে, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থাবর সম্পত্তি এবং পর্যটন মোটেলসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ২ দিনের সরকারি সফরে ২৭ আগস্ট রাতে কক্সবাজারে আগমন করেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
রাতেই তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।