কুমিল্লা জেলার লালমাই উপজেলায় নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আব্দুল মান্নান ওরফে মনু কাজী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়, যার পর পরই অভিযুক্তকে স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে লালমাই উপজেলার ভাটরা এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন সৌদি প্রবাসীর স্ত্রী। ঘটনার দিন রাতে তার শ্বশুর বাজার থেকে দুটি বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেন।
এর মধ্যে একটি বিরিয়ানির প্যাকেট তিনি পুত্রবধূকে খেতে দেন। ভুক্তভোগী সেই বিরিয়ানি না খেয়ে তার সন্তানকে দিলে, শিশুটি তা খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
রাত ১০টার দিকে অভিযুক্ত শ্বশুর আব্দুল মান্নান তার পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী চিৎকার করার চেষ্টা করলে শ্বশুর তার গলায় বটি-দা ধরে তাকে এবং তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেন। প্রাণের ভয়ে এবং নিরুপায় হয়ে ওই নারী চিৎকার করা বন্ধ করে দেন।
পরবর্তীতে ওই নারী তার প্রবাসী স্বামীকে পুরো ঘটনা জানালে, স্বামীর নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা বাদী হয়ে লালমাই থানায় মামলাটি দায়ের করেন।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান ওরফে মনু কাজী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুরো ঘটনাটির আইনি প্রক্রিয়া চলমান আছে এবং দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত সম্পন্ন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।