তিন দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দের ব্যানারে ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তারা আন্দোলনের আট দিন অতিবাহিত হওয়ার পর আজ রোববার (১৯ অক্টোবর) সরকারের জারিকৃত ৫ শতাংশ বাড়িভাতা প্রদানের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তিন দফা দাবি আদায়ের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলভাবে পালন করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিন দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক প্রমুখ।
এ সময় ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধানসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন