ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সালথায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আগে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এবং সালথা থানার ওসি বাবলু রহমান খান।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মজিবুর রহমান, মনির মোল্যা, সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য এম. কিউ. হুসাইন বুলবুল, শরিফুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।