গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মনজিল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আ. বাকীর ছেলে জাহেদুল ইসলাম গঙের ভোগদখলীয় জমি দখল নিতে যান প্রতিপক্ষ মহব্বত আলীর ছেলে মনজিল মিয়া ও তার অনুসারীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে মনজিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুঠু মিয়া জানান, উক্ত জমিটি জাহেদুল গঙের পূর্বপুরুষদের সময় থেকে ভোগদখলে রয়েছে। মনজিল গং জমির স্বত্ব দাবি করে দখল নিতে গেলে সংঘর্ষ বাঁধে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ঘটনাস্থল থেকে নিহত মনজিল মিয়ার মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।