গাইবান্ধায় সুদের টাকা না পেয়ে ৭ মাস বয়সী শিশুকে আটকে রাখার অভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮) নামে ওই চারজনকে পুলিশ শনিবার (৯ আগস্ট) আটক করে।
পুলিশ জানায়, আব্দুল মতিন কয়েকদিন আগে সুজার কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নেয়। শুক্রবার সকালে শিশুটিকে বেড়ানোর কথা বলে সুজার বাড়িতে নিয়ে যাওয়া হয়, পরে টাকা না দেওয়া পর্যন্ত শিশুটিকে ফেরত না দেয়ার ঘোষণা দেয় অভিযুক্তরা।
শিশুটির পরিবার শিশুকে ফিরিয়ে পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়, স্থানীয় ইউপি সদস্যের সাহায্য নিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে শিশুটির পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে।
শিশুটির মা ইসমোতারা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর আলম তালুকদার জানান, চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন