গাজীপুর মহানগরীর জয়পুর চাপুলিয়া ফাওকাল এলাকায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, সকালে রেল ব্রিজ দিয়ে যাতায়াতকারীরা খালে ভাসমান লাশ দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। নিহত নারীর পরনে ছিল লাল সালোয়ার ও সোনালি রঙের জামা।
গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। পচন ধরায় হাতের আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। এখনো নিহতের পরিচয় শনাক্ত হয়নি।