বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে দলটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলার পৌরসভা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এমদাদুল হক এমরান। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জি কে গউছ বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় আসবেন। বিএনপি কখনো পুলিশের কাঁধে ভর করে ক্ষমতায় যায়নি, ভবিষ্যতেও যাবে না। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।’
প্রধান বক্তা আহমেদ আলী মুকিব বলেন, ‘বিগত ১৭ বছরে জনগণ ভোট দিতে পারেনি, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আগামী নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দল যাকে প্রার্থী করবে, তার পক্ষেই সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, ডা. আহমদুর রহমান আবদাল, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, সৌদি যুবদলের সেক্রেটারি শেখ মোস্তাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিলড্রেন পার্কে গিয়ে শেষ হয়।