জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুস সাত্তার (৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা (৩০) নামে এক মাদকসেবীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ভিক্ষুক আব্দুস সাত্তারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন।
জানা যায়, ভিক্ষার উদ্দেশ্যে বগারপাড় এলাকায় আসেন আব্দুস সাত্তার। এ সময় সোহেল রানা তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে।
সাত্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দেয়।
ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বলেন, ভিক্ষুকের কান কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে আটক করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন