ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:১৫ পিএম
ভাঙচুর করা প্রতিমা। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী এলাকার সোহরাব মিস্ত্রির ছেলে।

মন্দির কমিটির সদস্যরা জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা নির্মাণ সম্পন্ন করে শিল্পীরা চলে যান। শনিবার গভীর রাতে কেউ মন্দিরে প্রবেশ করে ধারাবাহিকভাবে সাতটি প্রতিমার মাথা ও বিভিন্ন অংশ ভেঙে যায়।

রোববার সকালে মন্দিরে এসে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান মন্দির কমিটির সদস্যরা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন বলেন, ‘রোববার মহালয়ার দিনে মন্দিরে এসে ভাঙা প্রতিমা দেখে আমরা হতবাক হয়ে যাই। পরে পুলিশে খবর দিলে তারা দ্রুত ব্যবস্থা নেয়।’

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’