ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৩৪ পিএম
জামায়াতে যোগদান। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে ৮০টি হিন্দু পরিবার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের একটি মন্দিরে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিউর রহমান।

ভান্ডারীপাড়া গ্রামের বিকাশ বিশ্বাস, দ্বীপ চন্দ্র ও ভজন মুন্সির নেতৃত্বাধীন তিনটি সমাজের এই ৮০টি পরিবারে চার শতাধিক ভোটার রয়েছেন।

শনিবার রাতে ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একটি মন্দিরে ৭-৮ জন ব্যক্তি চেয়ারে বসে আছেন এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন।

ভান্ডারীপাড়া গ্রামের মাতুব্বর ও সমাজের নেতৃত্বদানকারী বিকাশ বিশ্বাস বলেন, ‘অনেক আগেই জামায়াতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম। সেই কারণেই এখন আমাদের গ্রামের তিনটি সমাজের ৮০টি পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছে। আমি বিশ্বাস করি, জামায়াতে ইসলামী আমাদের ধর্মের মানুষকেও সুরক্ষা দেবে।’

শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিউর রহমান বলেন, ‘এখন সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই দ্বিধাহীনভাবে আমাদের দলে যোগ দিচ্ছেন। তারা নিরাপত্তা চান, আর জামায়াত তাদের নিরাপত্তার জন্য কাজ করছে। আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।’