যশোরের বেনাপোল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেলে বেনাপোল পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
কাজী নাজিব হাসানের সভাপতিত্বে ঘোষিত এ বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৩ টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ১০ কোটি টাকা।
রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৩ টাকা এবং রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) নূর ইসলাম, ৭১-এর শহীদ আবদুল্লাহর পিতা আব্দুল জব্বার, সাবেক শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক বকুল মাহবুব প্রমুখ।
 
বাজেট ঘোষণায় কাজী নাজিব হাসান বলেন, ‘বেনাপোলবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। খুব শিগগিরই আধুনিক একটি হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে। এতে এলাকার মানুষ দ্রুত চিকিৎসা সেবা পাবে এবং কম খরচে সুচিকিৎসা নিশ্চিত হবে। বাজেটে পৌরসভাকে আধুনিকায়নের জন্য বিভিন্ন উদ্যোগ রাখা হয়েছে। হাসপাতাল নির্মিত হলে কর্মসংস্থানও বাড়বে।’
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্মার্ট ও নান্দনিক পৌরসভা গঠনের লক্ষ্যে জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাত, পৌর মার্কেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, বৈদ্যুতিক বাতি স্থাপন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, মশা নিধন, স্যানিটেশন, বিশুদ্ধ পানির সরবরাহ, এবং ৫০ শতক জমির ওপর বেনাপোল পৌর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনসহ নানা উন্নয়নমূলক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন ১৪০ কোটি ১ লাখ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট ঘোষণা করেছিলেন। এবারের বাজেট গত বছরের তুলনায় ২৭ কোটি ৫২ লাখ টাকা বেশি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন