যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের পাইলট হাই স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন হাকোবা গ্রামের আব্দুল আজিজের তিন ছেলে মিন্টু হোসেন (৩৫), সেন্টু হোসেন (৩২) ও পিকুল হোসেন (৩০)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের স্বজনরা জানান, চাঁদার টাকা না দেওয়ার জের ধরে হাকোবা গ্রামের হায়দার আলীর ছেলে সাব্বিরের নেতৃত্বে দুর্বৃত্তরা মিন্টু, সেন্টু ও পিকুলের ওপর হামলা চালান। দুর্বৃত্তরা এ সময় তাদের তিন ভাইকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল জানান, ‘অতিরিক্ত রক্তক্ষরণে আহত তিন ভাইয়ের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।’
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন পাওনা টাকা নিয়ে গোলযোগের জের ধরে প্রতিপক্ষ তিন ভাইকে কুপিয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছিল। হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।’