ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

তান্ত্রিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৪৩ পিএম
অভিযুক্ত মো. শিপন হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে তান্ত্রিক পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. শিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল নাগাদ আক্কেলপুর পৌর শহরের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এলাকার কাছে এই ঘটনা ঘটে।

শিপন হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইটেলগঞ্জ বীরতলা গ্রামের বাসিন্দা এবং মো. সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ফেসবুকের মাধ্যমে শিপনের সঙ্গে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কুড়ানি বাজার হিন্দুপাড়া এলাকার মোছা ইতি আক্তারের (২০) পরিচয় হয়।

শিপন নিজেকে রাঙামাটির তথাকথিত তান্ত্রিক কবিরাজ ওমর আব্দুল্লাহর সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে ইতি আক্তারের বিশ্বাস অর্জন করেন। প্রেমিককে পাওয়ার আশায় ইতি আক্তার ধাপে ধাপে বিকাশের মাধ্যমে একাধিক নম্বরে শিপনকে প্রায় এক লাখ টাকা পাঠান।

মঙ্গলবার শিপন আরও ২ ভরি সোনা ও ১ ভরি রূপা নেওয়ার জন্য আক্কেলপুরে এলে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আক্কেলপুর থানার এসআই শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, শিপনকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি সকলকে প্রতারণামূলক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।