সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৯:৫২ পিএম

অবশেষে মঙ্গলবার ক্লাসে ফিরছে কুয়েট

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৯:৫২ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

দীর্ঘ পাঁচ মাস ১০ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে।

রোববার (জুলাই) সারাদিনব্যাপী শিক্ষক-ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।

সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ইনশা আল্লাহ মঙ্গলবার থেকে কুয়েটে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের আগেভাগেই হল ও আবাসনে ফিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অধ্যাপক হেলালী কুয়েটের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান এবং পরদিন শুক্রবার দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার বিকেলেই তিনি কুয়েট ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শনিবার থেকে অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন জানান, নবনিযুক্ত ভিসির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। সবাই মিলে চাচ্ছি শিক্ষাজীবন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে। আশা করছি, মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হন। ঘটনার জেরে আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পরবর্তী সময়ে রমজান ও ঈদের ছুটিসহ দীর্ঘ বন্ধে ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে। শিক্ষার্থীরা ১৩ এপ্রিল ক্যাম্পাসে ফেরার চেষ্টা করলে উত্তেজনা বাড়ে। এর পরের দিন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবির মুখে তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয়।

১ মে একজন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ পেলেও তিনি ২২ মে পদত্যাগ করেন। এর মাঝেই শিক্ষকদের মধ্যে ৪ মে থেকে আন্দোলন শুরু হয়—তাদের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।

দীর্ঘ দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত ২৪ জুলাই বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কুয়েট আবার স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

Shera Lather
Link copied!